ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জবিতে শেক্সপিয়রের ‘এ মিড সামার নাইট ড্রিম’ মঞ্চায়িত

প্রকাশনার সময়: ০৩ জুলাই ২০২২, ০২:৫৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঞ্চায়িত হলো উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত কমেডি নাটক ‘এ মিড সামার নাইট ড্রিম’।

শনিবার (২ জুলাই) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটকটির ১ম মঞ্চায়ন হয়। নাট্যকলা বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের এ পরীক্ষা প্রযোজনার নির্দেশনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জীব কুমার দে।

ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের রচিত অন্যতম জনপ্রিয় ও সারা বিশ্বে অভিনীত কমেডি নাটক এটি। এথেন্সের ডিউক থিসিয়াস ও আমাজনের রানি হিপ্পোলিটার বিবাহের পারিপার্শ্বিক ঘটনা অবলম্বনে এই নাটক রচিত। নাটকে দুই প্রণয়ীযুগল ও একদল শখের অভিনেতার অ্যাডভেঞ্চার প্রদর্শিত হয়েছে।

নাটকটির আলোক পরিকল্পনায় ছিলেন বিভাগীয় চেয়ারম্যান শামস শাহরিয়ার কবি। পোশাক পরিকল্পনা ও অঙ্গরচনা তত্ত্বাবধান করেন বিভাগীয় শিক্ষক আফরিন হুদা তোড়া। দেহবিন্যাস তত্ত্বাবধানে বিভাগীয় শিক্ষক রুবাইয়া জাবিন প্রিয়তা ও কৃপাকণা তালুকদার।

নাটকটিতে অভিনয় করেন- শফিকুল, আরিফ, মৌমিতা, সাবরিনা, পরমা, অনামিকা, মৃত্তিকা, বৃষ্টি, সাবিহা, প্রিয়া, শাকিল, নিবিড়, জিন্নাত, নাফিস, মিল্টন, রিয়াজ, জান্নাতুল, লামিয়া, স্বর্ণা, উম্মেহানি, রিমি, বিথী, ফারজানা, সায়লা, সুজানা, আশরাফুল, উচ্ছ্বাস, হৃদয়, ইব্রাহিম, আলিমুল, আবেশ ও এলিন। এছাড়া বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নেপথ্য কুশীলব হিসেবে কাজ করেন।

উল্লেখ্য, আজ রোববার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ