জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেছেন, প্রধানমন্ত্রী স্বপ্ন দেখিয়েছিলেন এবং তা পূরণ করে দেখিয়েছেন। পদ্মা সেতু তারই প্রমাণ। বাস্তবিক অর্থে এই পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রমাণ।
বুধবার (২২ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘আসন্ন বাজেটে প্রত্যাশা এবং বাস্তবতা’ বিষয়ক শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বব্যাংক যখন আমাদের ছেড়ে গেলেন তখন আমরা হতাশ হইনি বরং ঘুরে দাঁড়িয়েছি। সময়ের সাথে সাথে আমাদের সক্ষমতা আরো বাড়ছে। তবে দেশকে এগিয়ে নিতে আরো বেশ কিছু দিকে নজর দিতে হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, অধ্যাপক ড. আইনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় দেশে কর্মসংস্থান বাড়ানোর আহ্বান জানান রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, দেশে ক্রমেই ছদ্মবেশি বেকারত্ব বাড়ছে। কর্মসংস্থান বাড়াতে বাড়ানো এখন জরুরি। কর্মসংস্থান বাড়ানো গেলে বেকারত্ব কমবে এবং জিডিপির হার বৃদ্ধি পাবে। কিন্তু এদিকে আমাদের নজর খুবই কম।
আসন্ন বাজেটকে স্বাগত জানিয়ে অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, বাজেটে শিক্ষা খাতকে কম গুরুত্ব দেয়া হয়েছে। যার পরিমাণ জিডিপির ১.৮ শতাংশ। গতানুগতিক এ ধারাকে পরিবর্তন করতে হবে। বঙ্গবন্ধু শিক্ষাখাতে জিডিপির ৪ শতাংশ বরাদ্দ দিতে চেয়েছিলেন কিন্তু পঞ্চাশ বছর পরেও তা সম্ভব হয়নি।
সেমিনারটি আয়োজন করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ। সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আজম খান
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ