২০২১-২২ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তির মেধাতালিকা সোমবার (২০ জুন) বিকালে প্রকাশিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় আগামী ২৮ জুনের মধ্যে মনোনীতদের ভর্তি চূড়ান্ত করতে হবে। এ জন্য শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের অনার্স এপ্লিকেন্টের লগইন লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন দিয়ে লগইন করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। সেই সঙ্গে এর প্রিন্ট কপিও সংরক্ষণে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, সবমিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য মোট আসন রয়েছে চার লাখ ৩৬ হাজার ২৮৫টি।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গত ২২ মে বিকাল ৪টা থেকে ভর্তি আবেদন শুরু হয়ে ৯ জুন রাত ১২টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলে। টানা ১৮ দিনে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার তিন ইউনিটে সর্বমোট পাঁচ লাখ ৪৮ হাজার ৪২৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এরমধ্যে বিজ্ঞানে এক লাখ ৬০ হাজার ৮৮৪ জন, ব্যবসায় শিক্ষা শাখায় এক লাখ ১২ হাজার ৭৬৫ এবং মানবিকে আবেদন জমা পড়েছে দুই লাখ ৭৪ হাজার ৭৮২টি।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ