সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে "অফিসিয়াল স্কিল ডেভেলপমেন্ট" শীর্ষক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২ এ এই কর্মশালার আয়োজন করা হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শাহ্ আজম।
একই সাথে তিনি রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নাটোর জেলা অডিট অফিসার (অবসরপ্রাপ্ত) আমির হোসেন এবং বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ডক্টর নুরুল আমিন।
নয়া শতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ