ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যান্সারের কাছে হেরে গেলেন কুবি শিক্ষার্থী মেহেদী

প্রকাশনার সময়: ১৭ জুন ২০২২, ১৩:০৬

দীর্ঘ আট মাস দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারের (টিএলএল) সাথে লড়াইয়ের পর না ফেরার দেশে চলে গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মেধাবী শিক্ষার্থী মেহেদি হাসান।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

মেহেদী কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের বাসিন্দা। ২০২১ সালের ১০ অক্টোবর মেহেদীর শরীরে ব্লাড ক্যান্সার শনাক্ত হয়। যার চিকিৎসার জন্য প্রায় ৬০ লক্ষ টাকা প্রয়োজন ছিলো।

মেহেদীর বাবা জানান, অনেক চেষ্টার পরেও আমরা মেহেদীকে বাঁচাতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং মেহেদীর সহপাঠীদের কাছে আমরা কৃতজ্ঞ। আমি সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।

নয়া শতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ