ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ব্রহ্মপুত্রে মিলল নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ

প্রকাশনার সময়: ১১ জুন ২০২২, ১৯:১৮

নিখোঁজের তিন দিন পর ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচের শিক্ষার্থী মো. ফাহিমের মৃতদেহ উদ্বার করেছে স্থানীয় বাসিন্দারা।

জাহিদের বন্ধুরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় (৯ জুন ২০২২) ফাহিমসহ পাঁচ বন্ধু নৌকা নিয়ে ভ্রমণের সময় সদর উপজেলার ছাতিয়ানতলায় নৌকাটি ডুবে যায়। এসময় চার বন্ধু সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ ছিলেন ফাহিম।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই দিন চেষ্টার পর তাকে খুঁজে না পেয়ে শুক্রবার রাতে উদ্ধার অভিযান স্থগিত করে। পরে শনিবার (১১ জুন) সকাল ৭.৩০ এর দিকে ঘটনাস্থল থেকেই তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নৌকা ডুবিতে নিহত ফাহিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান পরিবার শোক প্রকাশ করে জানায়, আমরা একজন মেধাবী সম্ভাবনাময় সদস্য হারালাম। পরিবারের সদস্যদের সৃষ্টিকর্তা এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করুন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।

উল্লেখ্য, নিহত ফাহিম সদর উপজেলার কানিল গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং নান্দিনা উপজেলা ছাত্রলী গের সহ-সভাপতি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ