ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাবিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

প্রকাশনার সময়: ০৫ জুন ২০২২, ২০:৪১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। রোববার (৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (আইইএস) আয়োজিত দুই দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

প্রথম দিনের কর্মসূচি হিসেবে সকাল সাড়ে ৯টায় ইনস্টিটিউট চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, আইইএস পরিচালক অধ্যাপক সাবরিনা নাজ প্রমুখ।

এরপর সকাল ১০টায় ইনস্টিটিউট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি সাবাস বাংলাদেশ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টায় উপাচার্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আইইএস ও পরিবেশ বিষয়ক সংগঠন লিনার্ক আয়োজিত ‘বাংলাদেশের পরিবেশ দূষণ সমস্যা সমাধান, প্রশমন ও নিরসন সম্পর্কিত উদ্ভাবনী প্রত্যয় ও পরিকল্পনা বাস্তবায়ন’ শীর্ষক ক্লাইমেট ক্যাম্প উদ্বোধন করেন।

এসময় উপাচার্য বলেন, প্রকৃতি ও পরিবেশ থেকে নানা উপাদান গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। কাজেই প্রকৃতি ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হলে পৃথিবী তথা আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পৃথিবীতে মানবজাতির কল্যাণের স্বার্থে আমাদেরকে প্রকৃতি ও পরিবেশের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। এবারের পরিবেশ দিবসের শ্লোগান ‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ যথার্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সকলের অংশগ্রহণের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশকে সংরক্ষিত রাখার পাশাপাশি ধরিত্রীকে টিকিয়ে রাখার স্বার্থে শ্লোগানটি নতুন করে আমাদেরকে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সকাল পৌনে ১০টায় ইনস্টিটিউটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ‘পরিবেশ দূষণ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক বক্তৃতা। এতে বক্তব্য রাখেন আইইএস’র অধ্যাপক মো. আবুল কালাম আজাদ। আইইএস পরিচালকের সভাপতিত্বে এই বক্তৃতায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর গৌরপদ ঘোষ আলোচনা করেন। দিবসটি উপলক্ষে আইইএস রাবি স্কুলে এক বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ