রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)’র কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে দিনব্যাপী সিএসই ফেস্ট ২০২২ অনুষ্ঠিত হয়। শনিবার (০৪ জুন) সকাল সাড়ে ৯টায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।
দেশের অন্যতম টেক কার্নিভাল রুয়েট সিএসই ফেস্ট এ চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রাথমিক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাতশ‘র বেশি শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য দেশের ৭০টি বিশ্ববিদ্যালয়ের দুই হাজারেরও বেশী মেধাবী শিক্ষার্থীরা নিবন্ধন করেন। অংশগ্রহণকারীদের প্রকল্প ও আইডিয়ার ভিত্তিতে বিচারকগণ সাতশ‘রও বেশী শিক্ষার্থীকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়।
এ বছর সিএসই ফেস্ট ২০২২ এ আটটি সেগমেন্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাতশ‘র বেশী প্রতিযোগী অংশগ্রহণ করেন। সেগমেন্টগুলো হচ্ছে- আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট, টেক প্রোজেক্ট, আইডিয়া/ পোস্টার কনটেস্ট, লাইন ফলোয়ার রোবট মেকিং, গেমিং কনটেস্ট, টেক ফটো প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা এবং আইইইই এর সাথে কর্মশালা।
বিকেল সাড়ে ৪ টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে সিএসই ফেস্ট ২০২২ এর সমাপনী অনুষ্ঠান হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ বিভিন্ন সেগমেন্টে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা এবং তাদেরকে পুরষ্কৃত করেন।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ