ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষক নিয়োগ পরীক্ষায় হাতের লেখা যাচাই হবে

প্রকাশনার সময়: ০৪ জুন ২০২২, ১৪:১৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় খাতার লেখার সঙ্গে প্রার্থীদের হাতের লেখার মিল না পেলে তার প্রার্থীতা বাতিল করা হবে।

শুক্রবার (৩ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২০-এর ১ম ও ২য় ধাপের লিখিত পরীক্ষা যথাক্রমে ২২ এপ্রিল ২০২২ এবং ২০ মে ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়েছে। ১ম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল ১২ মে ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে। ৩য় ধাপের লিখিত পরীক্ষা আগামী ০৩ জুন ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা গ্রহণের সময় প্রার্থীগণ ওএমআর শীটের Textbox-এ ইংরেজি ও বাংলায় ২টি অনুচ্ছেদ স্বহস্তে লিখেছেন। মৌখিক পরীক্ষার সময় তাঁদের হাতের লেখা যাঁচাই করা হবে। যাঁচাইকালে Textbox-এ ইংরেজি ও বাংলায় লেখা হাতের লেখার সাথে মিল পাওয়া না গেলে প্রার্থীতা বাতিলসহ তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ