ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনস্থলে হাতাহাতি

প্রকাশনার সময়: ০২ জুন ২০২২, ১৬:০২

রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসে অব্যবস্থপনার কারণে ইভেন্টম্যানেজমেন্ট কর্মীদের সাথে শিক্ষার্থীদের হাতিহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯ টা থেকে সমাবর্তনের পোশাক পড়ে চরম গরমে কাহিল শিক্ষার্থীরা দীর্ঘ সময় অপেক্ষা করেও অনুষ্ঠান শুরু না হওয়ায় এ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সকাল ৯টায় গ্রাজুয়েটদের আসতে বলা হয়। সে অনুযায়ী তারা গাউন পরে নগরীর খড়খড়ি এলাকায় বরেন্দ বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসের সমাবর্তন অনুষ্ঠানস্থলে গিয়ে যোগ দেন। কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে গরমে কাহিল পড়েন শিক্ষার্থীসহ অতিথিরা। পরিস্থিতি বেগতিক দেখে অনেকেই অনুষ্ঠানস্থল থেকে চলে যান। কিন্তু দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠানস্থলে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী দীপু মনি না পৌঁছায় গরমে অতিষ্ঠ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর পর তারা উত্তেজিত হয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীদের ওপর চড়াও হয় এবং হাতাতির ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে বিষয়টি নিয়ে বরেন্দ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরে বেলা ১টার পর শিক্ষামন্ত্রী অনুষ্ঠানস্থলে এলে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ