ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মশাল মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা।
এদিকে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলা হয়। এরপর কেন্দ্র থেকে ছাত্রদলের বিভিন্ন শাখায় কর্মসূচি ঘোষণা করা হয়। ছাত্রদলের ঘোষিত কর্মসূচি প্রতিহত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোমবার রাত থেকেই ছাত্রলীগকে তৎপর হতে দেখা যায়। বিভিন্ন সময়ে ক্যাম্পাস ও ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করেছে শাখা ছাত্রলীগ।
তবে এর মাঝেই বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও সন্ধ্যায় মশাল মিছিল কর্মসূচি পালন করলো জাবি শাখা ছাত্রদল।
মশাল মিছিল শেষে জাবি ছাত্রদলের শহীদ সালাম-বরকত হলের যুগ্ম আহ্বায়ক মো. আফফান আলী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেকোন যড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তার প্রতিরোধে জাবি ছাত্রদলের নেতাকর্মীরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোকাবিলা করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।
মশাল মিছিলে অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মো. বাবর, শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আফ্ফান আলী, সাবেক যুগ্ম সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেস, শহীদ রফিক-জব্বার হলের যুগ্ম আহ্বায়ক মো. রাশিদুল ইসলাম রোমান, ছাত্রদল নেতা সাইফ আল হাসান, মাজহারুল আমিন তমাল, ইনজামামুল হক তুহিন, সালমান আহমেদ, লিমন, রুবেল, রবিন, সালমান, ইমন, রাকিব, জাহিদ, শিলন, কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ