রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া আজ দুপুর ১২ টা থেকে শুরু হয়েছে। আগামী ৯ জুন রাত ১২টা পর্যন্ত ভর্তিচ্ছুরা https://admission.ru.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। এক বা একাধিক ইউনিটের প্রাথমিক আবেদন জন্য এবার ৫৫টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক আবেদনের বাছাই শেষে আগামী ১৫ জুন দুপুর ১২টা থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করা যাবে। চূড়ান্ত আবেদনে প্রতি ইউনিটে ফি নির্ধারণ করা হয়েছে ১১০০ টাকা।
বুধবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংশ্লিষ্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ২৬ জুলাই ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে মোট ৭২ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। অর্থাৎ প্রতিটি ইউনিটের পরীক্ষা চারটি গ্রুপে ভাগ করে প্রতি গ্রুপে ১৮ হাজার করে পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন। সকাল ৯টা থেকে ১০টা গ্রুপ-১, বেলা ১১টা থেকে দুপুর ১২টা গ্রুপ-২, দুপুর ১টা থেকে ২টা গ্রুপ-৩ ও বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা গ্রুপ-৪ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি যোগ্যতা: শুধু এবছরের জন্য দ্বিতীয়বারের মতো ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। অর্থাৎ ২০২০ ও ২০২১ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পৃথকভাবে জিপিএ ৩.৫-সহ দুটি মিলিয়ে কমপক্ষে ৮ থাকতে হবে। ব্যবসায় শাখা শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পৃথকভাবে জিপিএ ৩.৫-সহ দুটি মিলিয়ে কমপক্ষে ৭.৫ থাকতে হবে এবং মানবিকের শিক্ষার্থীদের আবদনের জন্য এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩-সহ দুটিতে কমপক্ষে জিপিএ ৭ থাকতে হবে।
পরীক্ষার মানবন্টন: এবার থাকছে না লিখিত পরীক্ষা। শুধুমাত্র বহুনির্বাচনী পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন থাকবে ৮০টি। প্রতিটি প্রশ্নের মান ১.২৫ নম্বর ও প্রতি পাঁচটি ভুলের জন্য ১ (এক) নম্বর কাটা হবে। পাস নম্বর ৪০। শিক্ষার্থীরা পরীক্ষার জন্য সময় পাবেন মাত্র এক ঘণ্টা। প্রতি শিফটে ১৮ হাজার করে চার শিফটে মোট ৭২ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এক ইউনিটে।
তবে সঙ্গীত, নাট্যকলা ও চারুকলা অনুষদের বিভাগসমূহের জন্য ১০০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
ইউনিট প্রতি আসন সংখ্যা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিট মিলে মোট আসনসংখ্যা ৪ হাজার ১৭৩ টি। ‘এ’ ইউনিটে বিশেষ কোটাসহ মোট আসন রয়েছে ২ হাজার ১৯ টি। যার মধ্যে ৬০ শতাংশ আসন মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে। বাকি ৪০ শতাংশ আসন অন্য শাখার শিক্ষার্থীদের জন্য। ‘বি’ ইউনিটের কোটাসহ আসনসংখ্যা ৫৬০ টি। এর মধ্যে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য ৪৫৫ টি, বিজ্ঞান বিভাগের জন্য ৮৫ টি ও মানবিক বিভাগের জন্য ২০টি করে আসন নির্ধারিত রয়েছে। আর ‘সি’ ইউনিটের মোট আসন ১ হাজার ৫৯৪ টি।
ইউনিট পরিচিতি: এ, বি ও সি তিন ইউনিটে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য ‘এ’ ইউনিট, বাণিজ্য শাখার আবেদনকারীদের জন্য ‘বি’ ইউনিট এবং বিজ্ঞান শাখার আবেদনকারীদের জন্য ‘সি’ ইউনিট। ‘এ’ ইউনিটে রয়েছে কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। ‘বি’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। ‘সি’ ইউনিটে রয়েছে বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, কৃষি অনুষদ, প্রকৌশল অনুষদ, ভূ-বিজ্ঞান অনুষদ, ফিশারীজ অনুষদ এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ