ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণের কমিটি গঠন

প্রকাশনার সময়: ১৯ এপ্রিল ২০২২, ০২:৫৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সংগঠন চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের আগামী একবছরে জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে চারুকলা বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহকে সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোফাজ্জেল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামন্ডলীরা ইফতার মাহফিল শেষে এ কমিটির অনুমোদন দেন। উপদেষ্টামন্ডলীরা হলেন মো: কাউছার মাহমুদ, শামীম রেজা, সাজ্জাদ হোসেন, আবদুল্লাহ আল মামুন, আজিজুর রহমান রিপন, আনোয়ারুল ইসলাম, আইমান সাইদ ও জুয়েল।

কমিটিতে সহ: সভাপতি হিসেবে আছেন সাব্বির আহমেদ, আনুসুর রহমান, আশানুর কবির জীম। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছে নাফিস মাহমুদ খান, কৌশিক হাসান ইমন, প্রিন্স আহমেদ সুজন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মীর মুকিত ও তানভীর ফয়সাল অনিক।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোফাজ্জেল বলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ পরিষদ আমার প্রাণের সংগঠন, বড় ভাইদের দেখে এ সংগঠনে আসা। এতো বড়ো দায়িত্ব পেয়ে আনন্দিত। সর্বোপরি সবার সহযোগিতা কামনা করছি যাতে আমরা সকলে মিলে চুয়াডাঙ্গা জেলাকে ব্র্যান্ডিং করতে পারি এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবো।

নব-নির্বাচিত সভাপতি মাসুম বিল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের ১ম বর্ষ থেকেই এই সংগঠনের সাথে জড়িত। সবসময় নীরলস শ্রম দিয়েছি। এত বড় দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিষ্ঠার সাথে সংগঠনের স্বার্থে কাজ করতে চাই। এজন্য সকল সিনিয়র বড় ভাই ও জুনিয়রদের সহযোগিতা প্রয়োজন, আশা করছি সবার সম্মিলিত চেষ্টায় এগিয়ে যাবো ।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ