ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুবিধাবঞ্চিতদের ইফতারি দিল রাবির ৬৮ তম ব্যাচ

প্রকাশনার সময়: ১৪ এপ্রিল ২০২২, ২২:২৫

ক্যাম্পাসের সুবিধাবঞ্চিত শিশু, রিক্সাচালক, ভিক্ষুক, পঙ্গু-অসহায় মানুষদের নিয়ে ইফতারির আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (৬৮ তম) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে এই আয়োজন করা হয়।

ইফতার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার প্রায়ে সাড়ে তিনশত লোকের খাবারের আয়োজন করা হয়। ইফতারিতে প্রত্যেককে এক প্যাকেট বিরিয়ানি, খেজুর, শশা এবং এক বোতল করে পানি দেয়া হয়। বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের (৬৮ তম ব্যাচ) শিক্ষার্থীদের থেকে চাঁদা তুলে তারা এই আয়োজন করেন।

এ বিষয়ে জানতে চাইলে লোকপ্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইয়াসিন শেখ বলেন, রাজশাহীতে অনেক অসহায় মানুষ আছেন যারা ভালো খাবার খেতে পারে না, তাদের একবেলা খাওয়ানোর প্রয়াসেই আমরা এই আয়োজন করেছি। বিগত কিছুদিন আগে আমরা কয়েকজন বন্ধু আড্ডা দিতে দিতে এই বিষয়টি উঠে আসে এবং বিভিন্ন বিভাগে গিয়ে চাঁদা তুলতে শুরু করি। শেষ পর্যন্ত আজকে আমরা এই আয়োজন করতে সক্ষম হই।

ফোকলোর বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সুভা বলেন, আমরা এমন কিছু করতে চেয়েছি যা দেখে অন্যরা অনুপ্রাণিত হবে এবং সমাজ সংস্কারমূলক বিভিন্ন কাজে এগিয়ে আসবে। আমরা চাই সমাজে ভালো কাজের এই ধারা অব্যাহত থাকুক।

ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সোহান হাসান বলেন, আমরা কয়েকজন বন্ধু প্রথমে এই উদ্যোগ গ্রহণ করি এবং পরে বিভিন্ন বিভাগের অনেকে যুক্ত হয়। আমরা চাই ভালো কাজের মাধ্যমে বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি হোক।

৬৮-তম ব্যাচ নিয়ে পরবর্তীতে কোনো পরিকল্পনা আছে কী না জানতে চাইলে তারা বলেন, ঈদে অসহায় লোকদের বস্ত্র বিতরণ, ক্যাম্পাস পরিচ্ছন্ন কর্মসূচি, বৃক্ষরোপণ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের ইচ্ছা আছে। এসকল কার্যক্রম অব্যাহত রাখতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহায়তা কামনা করছি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ