রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অন্যবছরের তুলনায় এবারে ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বৈশাখের প্রথম দিন বেলা সাড়ে এগারোটায় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম হালখাতা অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এরপর সর্বসাধারণের জন্য খাতা উন্মুক্ত করে দেয়া হয়। যারা অনুষ্ঠান উপভোগ করতে আসছেন তারা তাদের মন্তব্য খাতায় ব্যক্ত করছেন আর সেখানে ছবিও আঁকছেন।
গত দুবছর করোনা মহামারীর কারণে ছোট পরিসরে নববর্ষ পালন করা হলেও এবছর পরিস্থিতি একটু স্বাভাবিক। তবে এ বছর পবিত্র মাহে রমজান এবং বাংলা নববর্ষ একই মাসে অনুষ্ঠিত হওয়ায় সংক্ষিপ্ত করা হয় কর্মসূচী।
তাই দু’টি পর্বে এবারের নববর্ষ উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা। পহেলা বৈশাখে সম্রাট আকবর যে হালখাতার আয়োজন করেছিল সে হালখাতাকে প্রাধান্য দিয়ে ঐতিহ্য বহনকারী হালখাতা অনুষ্ঠান উদযাপন ও বৈশাখ মাসের শেষ দিন মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে অনুষদের শিক্ষার্থীরা।
নববর্ষকে বরণ করতে চারুকলা অনুষদের ভবনগুলো রঙ তুলির আঁচড়ে সাঁজানো হয়েছে। পুরো এলাকাটি ক্যানভাস ভেবে নিয়ে বিভিন্ন ছবি ও আলপনা করেছেন শিক্ষার্থীরা।
চারুকলা অনুষদের শিক্ষার্থী মনু মোহন বাপ্পা বলেন, ‘এ বছর আমরা পহেলা বৈশাখ দুটি পর্বে ভাগ করেছি। চারুকলা অনুষদের ভবনগুলো ক্যানভাস চিন্তা করে আমরা ছবি এঁকেছি, আলপনা করেছি। সম্রাট আকবর যে হালখাতার আয়োজন করেছিল সে হালখাতাকে আমরা প্রাধান্য দিয়ে একটা খাতা রেখেছি। সেটি সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিদ্বয় এসে উদ্বোধন করেছেন। তখন খাতাটা সবার জন্য উন্মুক্ত হয়েছে। যারা অনুষ্ঠান উপভোগ করতে আসছেন তারা তাদের মতামত খাতায় ব্যক্ত করছেন।’
তিনি আরো বলেন, ‘নতুন বছরে নতুন কিছু পাওয়ার আশা করেই আমরা নতুন করে হালখাতা খুলব। এ বিষয়টি মাথায় নিয়েই আমরা হালখাতার আয়োজন করেছি। প্রাচীনকালে হালখাতার দিন মিষ্টিমুখ করানো হতো, তাই আমরা সন্ধ্যায় আগত সকলকে মিষ্টিমুখ করাবো।’
অন্যদিকে এ দিনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু নির্দেশনা জারি করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসের ধর্মীয় নিয়ম-কানুন পালনের স্বার্থে বিকেল ৫টার মধ্যে বাংলা নববর্ষের যাবতীয় অনুষ্ঠান সম্পন্ন করাসহ বহিরাগতদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ