ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

পটুয়াখালী মেডিকেল কলেজের ছাত্রবাসের ছাদ ধস

প্রকাশনার সময়: ০৬ এপ্রিল ২০২২, ১৭:৪৬

পটুয়াখালী মেডিকেল কলেজের পুরুষ ছাত্রাবাস ভবনের ছাদ ধসের ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থীরা নিরাপদ ছাত্রবাসের দাবিতে স্মারক লিপি প্রদান করেছে। বুধবার (৬এপ্রিল) দুপুর ২টায় পটুয়াখালী মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডা. আবদুল মতিনের কাছে স্মারক লিপি তুলে দেন শিক্ষার্থীরা।

আতঙ্কিত শিক্ষার্থীরা জানান, ছয়মাস আগে তাদের নব নির্মিত ছাত্রবাসে যাওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তাদের জরাজীর্ণ ছাত্রাবাসে অবস্থান করতে হচ্ছে। বর্তমানে ঝুকিপূর্ণ এ ছাত্রবাসে তারা নিরুপায় হয়ে অবস্থান করছেন। গতকাল রাতে ও আজ সকালে ছাদের পলেস্তারা খসে বিছানার উপর পড়েছে। সৌভাগ্যক্রমে সেখানে কেউ অবস্থান না করায় দুর্ঘটনা ঘটেনি।

জরুরি ভিত্তিতে তাদের নতুন ছাত্রবাসে স্থানান্তর করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানান শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের দরবার হলে ছাত্রদের সঙ্গে এক বৈঠকে জেলা প্রশাসক মো: কামাল হোসেন দ্রুত সময়ের মধ্যে তাদের নতুন ছাত্রাবাসে স্থানান্তরের আস্বাস দিলে ছাত্ররা হোস্টেলে ফিরে যায়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ