ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষক সংগঠন নীল দলের কমিটি গঠন

প্রকাশনার সময়: ০২ এপ্রিল ২০২২, ০১:১৫

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন 'নীল দল' এর পূর্নাঙ্গ কার্য নির্বাহী কমিটি (২০২২-২০২৩) গঠন করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন ফার্ম স্ট্রাকচার বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফিশারি রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ মেহেদী আলম।

উনিশ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে এগ্রোনমি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইসরাত জাহান আইরিন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে এনিম্যাল নিউট্রিশন বিভাগের প্রভাষক ডা. সাহাবুদ্দীন আহমেদ কে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগের প্রভাষক ডাঃ মো: সালাউদ্দীন, কোষাধ্যক্ষ পদে এগ্রোনমি বিভাগের প্রভাষক শাহীন ইমরান, আইন ও দপ্তর সম্পাদক পদে পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রভাষক ডাঃ মো: আমির হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগের প্রভাষক ডাঃ বিদ্যুৎ মাতুববর, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের প্রভাষক মো: তুহিনুল হাসান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সয়েল সায়েন্স বিভাগের প্রভাষক জ্যোতির্ময় চক্রবর্তী, কৃষি ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে এগ্রিকালচারাল ইকোনমিক্স বিভাগের প্রভাষক রোমানা বিশ্বাস, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগের প্রভাষক তুষার কান্তি রায়, মহিলা বিষয়ক সম্পাদক পদে হর্টিকালচার বিভাগের প্রভাষক তাতিয়া বিশ্বাস মনোনীত হয়েছেন।

উক্ত কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হর্টিকালচার বিভাগের প্রভাষক মো: মোর্শেদুল ইসলাম, একোয়াকালচার বিভাগের প্রভাষক বাবলী আক্তার, হর্টিকালচার বিভাগের প্রভাষক মীর রিফাত জাহান উষা, এগ্রিকালচারাল ইকোনমিক্স বিভাগের প্রভাষক আনিকা তাহসিন মৌ, ফার্ম স্ট্রাকচার বিভাগের প্রভাষক গাজী তমিজ উদ্দিন, ফিসারি রির্সোসেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক কিশোর কুমার টিকাদার।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শহীদুর রহমান খানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে কমিটির নেতারা তাদের বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ ধারণ, চর্চা এবং প্রচার করা; বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ও উন্নয়নে গঠনমূলক অবদান রাখার অভিমত ব্যক্ত করেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক অভিমত ব্যক্ত করেন যে, মুজিব আদর্শ ও চেতনাকে সমন্বিত রেখে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নীলদল কার্য নির্বাহী কমিটি ও বিশ্ববিদ্যালয়ের মুজিব আদর্শের সকল শিক্ষক নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সেই সাথে স্বাধীনতা বিরোধী অপতৎপরতাকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তারা।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ