রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৮জন কৃতি শিক্ষার্থীকে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক প্রদান করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শিক্ষার্থীদের এই পদকে ভূষিত করেন।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৫ জন এবং ফলিত গণিত বিভাগের ৩ জন শিক্ষার্থীকে এ পদক প্রদান করা হয়েছে।
গণিত বিভাগের পদকপ্রাপ্তরা হলেন- তৌহিদা (বিএসসি সম্মান-২০১৮), মাহমুদা আক্তার (এমএসসি থিসিস-২০১৮), শেখ রাজিয়া সুলতানা (এমএসসি-২০১৮), মো. আলমগীর হোসেন (এমএসসি থিসিস-২০১৮) ও আলফি জান্নাত (এমএসসি-২০১৮)।
ফলিত গণিত বিভাগের পদকপ্রাপ্তর হলেন- মো. সম্রাট আলী (বিএসসি সম্মান- ২০১৮), মোসা. হোসনেআরা খাতুন (এমএসসি থিসিস- ২০১৮) ও মো. নজরুল ইসলাম (এমএসসি-২০১৮)।
গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আখতারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফলিত গণিত বিভাগের সভাপতি অধ্যাপক মো. আতিকুর রহমান।
প্রসঙ্গত, এবার সপ্তমবারের মতো এই স্বর্ণপদক প্রদান করা হলো।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ