ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাবিতে গণটিকা কার্যক্রম শুরু ২৮ মার্চ 

প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২২, ১৭:৫৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আগামী ২৮ মার্চ থেকে গণটিকা কার্যক্রম শুরু হবে। চলবে ৩০ মার্চ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এই টিকা কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনসংযোগ প্রশাসক অধ্যাপ প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২৮ থেকে ৩০ মার্চ সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে কোভিড-১৯ গণটিকা কার্যক্রম চলবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যারা এখনো ভ্যাকসিনের ২য় ডোজ গ্রহণ করেননি তারা নির্ধারিত তারিখ ও সময়ে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। আগ্রহীদের ১ম ডোজ গ্রহণের টিকাকার্ড সঙ্গে আনতে হবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ