ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

একাদশে ভর্তির পঞ্চম ধাপের আবেদন শুরু মঙ্গলবার

প্রকাশনার সময়: ১৩ মার্চ ২০২২, ২২:০০

একাদশ শ্রেণিতে ভর্তির পঞ্চম ধাপে অনলাইনের আবেদন শুরু হবে মঙ্গলবার (১৫ মার্চ)। মঙ্গলবার থেকে শুরু হয়ে ২২ মার্চ রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। এর মাঝে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ভর্তির কার্যক্রম বন্ধ থাকবে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানান।

মোয়াজ্জেম হোসেন বলেন, ‘যারা আবেদন করেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি, তাদের জন্য পঞ্চম ধাপে অনলাইনে আবেদন করার সুযোগ দেয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ২৩ মার্চ যাচাই-বাছাই শেষে ২৪ মার্চ (রাত ৮টা) পঞ্চম ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে। এরপর ২৭ ও ২৮ মার্চ (বিকেল ৫টার মধ্যে) ভর্তি নিশ্চয়ন করতে হবে।

২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩০ ডিসেম্বর। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গত বছরের ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেয়া হয়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ