ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইবির বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি

প্রকাশনার সময়: ১৩ মার্চ ২০২২, ১৮:০০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের ২০২২-২৪ বর্ষের কার্যনির্বাহী পর্ষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছর তারা দায়িত্ব পালন করবেন।

রোববার (১৩ মার্চ) সংগঠনটির নব-নির্বাচিত সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ ও প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক ড. আব্দুল্লাহ-আল-মাসুদ, কোষাধ্যক্ষ প্রফেসর ড. শেলীনা নাসরীন, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ড. আরিফুল ইসলাম।

সদস্য হিসেবে রয়েছেন- প্রফেসর ড. ভুপেশ চন্দ্র রায়, প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল, প্রফেসর ড. আতিকুর রহমান, প্রফেসর ড. ইব্রাবিম আব্দুল্লাহ, সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল, ড. আনিছুর রহমান, জয়শ্রী সেন, কে এম শরফুদ্দিন, নাসিমুজ্জামান, সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, রবিউল ইসলাম ও এএইচএম নাহিদ।

এর আগে গত ৮ মার্চ বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে একাউন্টিং এন্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের প্রফেসর ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে আইসিটি বিভাগের প্রফেসর ড. তপন কুমার জোদ্দার নির্বাচিত হন। নব-নির্বাচিত সভাপতি ও সম্পাদককে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিদেশনা দেন নির্বাচন কমিশন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ