ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাবি ছাত্রলীগের কর্মী সমাবেশ শুরু

প্রকাশনার সময়: ০৭ মার্চ ২০২২, ২০:০৯ | আপডেট: ০৭ মার্চ ২০২২, ২১:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলনকে সামনে রেখে আবাসিক হলগুলোতে পর্যায়ক্রমে কর্মী সমাবেশ শুরু হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শের-ই-বাংলা ফজলুল হক হল এবং মতিহার হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এরপর দ্বিতীয় দিন (৮ মার্চ) শাহ্ মখদুম, সৈয়দ আমীর আলী এবং নবাব আব্দুল লতিফ হল, তৃতীয় দিন (০৯ মার্চ) শহীদ ড. শামসুজ্জোহা, সোহরাওয়ার্দী এবং মাদর বখশ হলে সমাবেশ অনুষ্ঠিত হবে। শেষ দিন (১০ মার্চ) মেয়েদের হল এবং শহীদ হবিবুর রহমান ও জিয়াউর রহমান হলে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

কর্মী সমাবেশের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আগামী ১৪ মার্চের হল সম্মেলনকে সামনে রেখে কর্মী সমাবেশ করা হচ্ছে। সম্মেলনকে সফল করতে কর্মীরা কি ভাবছে, তারা কি করতে চাই, কোন ধরনের নেতৃত্ব চাই সেসব বিষয়ে কথা হচ্ছে। পাশাপাশি পদ প্রত্যাশীদের মতামত নিচ্ছি। একই সাথে সম্মেলনকে সফল করতে তাদের কাছে থেকে কিছু দিকনির্দেশনা নিচ্ছি এবং আমরা তাদের দিকনির্দেশনা দিচ্ছি।’

প্রসঙ্গত, দীর্ঘ ৬ বছর পর আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলন। এর আগে গত ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি হল সম্মেলন হওয়ার কথা থাকলেও তা ‘অনিবার্য’ কারণ দেখিয়ে স্থগিত করা হয়।

ছাত্রলীগ দফতর সূত্রে জানা যায়, ২০২০ সালে হল সম্মেলনের তারিখ ঘোষণার পর পদ প্রত্যাশীদের কাছ থেকে সিভি আহ্বান করা হয়। এতে সম্মেলনের জন্য বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল থেকে মোট ৪১৬ জন পদ প্রত্যাশী সিভি জমা দেন।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ