রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগ আয়োজিত ‘এলএলএ ফুটবল ফেস্ট- ২০২২’ এর সমাপ্তি হয়েছে। এতে টিম মেনস রিয়াকে ট্রাইবেকারে হারিয়ে শিরোপা জিতেছে টিম রেস জুডিকাটা।
বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক রায়সুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, আইন বিভাগের ডিন অধ্যাপক এম এ হান্নান, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শাহরিয়ার পারভেজ।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ফুটবল ফেস্টে চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো- এস্টোপেল, মেনস রিয়া, ন্যাচারাল জাস্টিস, রেস জুডিকাটা। এতে টিম মেনস রিয়া ও টিম রেস জুডিকাটা ফাইনালে ওঠে। ফাইনালে নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে ড্র করে। পরে ট্রাইবেকারে টিম মেনস রিয়াকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা লাভ করে টিম রেস জুডিকাটা।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ