ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

রুয়েটে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২২, ১৬:০৪

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল)-এর উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ মার্চ) সকাল ৯ টায় আইকিউএসি কনফারেন্স রুমে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

ডীন, পরিচালক, বিভাগীয় প্রধান সহ ৬৬ জন শিক্ষকবৃন্দের অংশগ্রহণে “অনলাইন পরীক্ষায় চুরি কি কমানো যাবে” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ আবদুল গোফফার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিওএলের চেয়ারম্যান অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রা। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সার্টিফিকেট প্রদান করা হবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ