ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬
নজরুল বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে অনশনের ডাক

প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২২, ২০:০৮

ছাত্রলীগের কোরাম রাজনীতি না করায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (নজরুল বিশ্ববিদ্যালয়ের) ২০১৯-২০ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিভাগের শিক্ষার্থী ওয়ালিদ নিহাদকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে। গত ২৭ ফেব্রুয়ারি রাতে সদ্য চালু হওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩২৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা পোষণ করে এবং এই ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তি কামনা করে নজরুল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বুধবার (২ মার্চ) সন্ধ্যা ৬.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে মৌন মোমবাতি প্রজ্বলন করেন।

এসময় আন্দোলনকারীদের পক্ষে লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের (২০১৫-১৬) সেশনের শিক্ষার্থী রাশেদ খান সাংবাদিকদের জানান, ‘ওয়ালিদ নিহাদের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে তার প্রতিবাদ স্বরুপ অভিযুক্তদের ন্যায্য বিচার ও দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমরা মৌন মোমবাতি প্রোজ্জ্বলন করছি।পাশাপাশি আগামীকাল বিকাল ৩টায় প্রশাসনিক ভবনের সামনে আমরা অনশনে বসবো। আমরা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করবে না।'

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ