‘গুণগত পরিসংখ্যান, উন্নত জীবনের সোপান’ এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের উদ্যােগে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ পালিত হয়েছে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ১টি র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে নতুন একাডেমিক ভবনের সামনে এসে র্যালিটি শেষ হয়। এসময় বিভাগের বিভিন্ন শিক্ষকবৃন্দ ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, আমরা গতবছরও স্বল্প পরিসরে জাতীয় পরিসংখ্যান দিবস পালন করেছি। সবাইকে ধন্যবাদ ও পরিসংখ্যান দিবসের শুভেচ্ছা জানাই।
এ বিষয়ে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, আমরা বাস্তব জীবনে প্রায়ই পরিসংখ্যান ব্যবহার করে থাকি। কিন্তু আমরা সেটা না বোঝার কারণে উপলব্ধি করতে পারি না। সংশ্লিষ্ট সকলকে সুন্দর আয়োজনের জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সকলকে জাতীয় পরিসংখ্যান দিবসের শুভেচ্ছা জানাই।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ