ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বশেমুরবিপ্রবির ছাত্রী ধর্ষণের প্রতিবাদে শাবিতে মশাল মিছিল 

প্রকাশনার সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৭

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গণধর্ষণ ও তার সহপাঠীকে মারধর করার প্রতিবাদে মশাল মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একই সাথে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় এসে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মশাল মিছিললি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন, চেতনা ৭১ ও কিলো রোড ঘুরে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় মিছিলে বিভিন্ন শিক্ষার্থীরা 'ধর্ষকদের আস্তানা, এই বাংলা হবেনা', 'গর্জে উঠো একসাথে ধর্ষকদের বিরুদ্ধে', 'ধর্ষকদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও', 'আমার বোন ধর্ষিত কেন প্রশাসন জবাব চাই', 'রক্ত রক্ত আরো দেবো রক্ত', 'রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়', 'সারা বাংলার ছাত্রসমাজ এক হও লড়াই করা', 'আগুন জালো একসাথে ধর্ষকদের বিরুদ্ধে', 'হামলাকারীর বিরুদ্ধে গর্জে উঠো একসাথে', 'লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাচতে চাই', 'অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠো একসাথে', 'ধর্ষকদের বিষ দাঁত ভেঙে দাও গুড়িয়ে দাও' ইত্যাদি শ্লোগান দেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে গণিত বিভাগের শিক্ষার্থী উমর ফারুক বলেন, আমরা বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থী ধর্ষণের ঘটনা এবং ধর্ষকদের শাস্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে ধর্ষক এবং হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি জানাই।'

এ সময় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহাইমিনুল বাশার রাজ বলেন, দেশে বিচারহীনতা ও দীর্ঘসূত্রতার কারণে ধর্ষকরা পার পেয়ে যাচ্ছেন। ধর্ষকদের বিচার চাওয়ায় বশেমুরবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের উপর এলাকাবাসী হামলা চালিয়েছে। যা খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ