ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বশেমুরপ্রবি’র ছাত্রীকে গণধর্ষণ: শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

প্রকাশনার সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:৩৩

সহপাঠীকে সংঘবন্ধ ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত সকল আসমি গ্রেফতারের দাবিতে মশাল মিছিল করেছে গোপারগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়। প্রজ্জ্বলিত মশাল হাতে ধীর পদক্ষেপে ক্যাম্পাসের সড়কগুলি প্রদক্ষিণ করে প্রতিবাদীরা। অগ্নিশিখার সাথে মৌনতায় প্রতিবাদ শেষে আবার প্রশাসনিক ভবনের সামনে অস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা।

বৃহস্পতিবার মহাসড়ক অবরোধ করে প্রতিবাদে হামলার পর শুক্রবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জ শহরে জেলা প্রশাসন স্কুলের নির্মানাধীন ভবনে গণধর্ষণের শিকার হয় বশেমুরবিপ্রবি’র এক শিক্ষার্থী।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ