রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলন আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রাতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান।
গোলাম কিবরিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সভাপতি-সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে আলোচনা করে আগামী ১৪ তারিখে হল সম্মেলনের তারিখ ঠিক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত ও প্রকৃত সৈনিকদেরই হল সম্মেলনের নেতৃত্বে নিয়ে আসা হবে। জামাত-শিবিরদের প্রতিহত করতে এবং আগামী দিনের নির্বাচনকে সামনে রেখে প্রতিটি হলে ক্লিন ইমেজধারী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে গ্রহণযোগ্যতা আছে এমন নেতৃত্বই নিয়ে আসা হবে।’
দীর্ঘ ৬ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে গত বছরের ৫ ফেব্রুয়ারি হল সম্মেলন হওয়ার কথা থাকলেও তা ‘অনিবার্য’ কারণ দেখিয়ে স্থগিত করা হয়।
ছাত্রলীগ দফতর সূত্রে জানা যায়, হল সম্মেলনের তারিখ ঘোষণার পর পদ প্রত্যাশীদের কাছ থেকে সিভি আহ্বান করা হয়। এতে সম্মেলনের জন্য ১৭ টি হল থেকে মোট ৪১৬ জন পদ প্রত্যাশী সিভি জমা দেন।
এর আগে ২০১৫ সালের ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে একসঙ্গে ৮টি হল শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনের পরদিন ২৩ নভেম্বর তিনটি এবং ২৪ নভেম্বর চারটি হলের কমিটি ঘোষণা করা হয়।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ