‘যা কিছু ভালো, তার সঙ্গেই প্রথম আলো’ এই স্লোগানকে সামনে রেখে বরাবরের মত এবারো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)এর অন্যতম সংগঠন হাবিপ্রবি প্রথম আলো বন্ধুসভা কর্তৃক ‘শীতবস্ত্র বিতরণ-২০২২’ এর আয়োজন করা হয়েছে।
তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী ও অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই প্রতি বছরের ন্যায় এবারো শীতার্ত হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে হাবিপ্রবি প্রথম আলো বন্ধুসভা।
‘শীতবস্ত্র বিতরণ-২০২২’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর ড. মো: আরিফুজ্জামান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ফাতিয়া ফারহানা, প্রথম আলো পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু,হাবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি মাহফুজুর রহমান ইমরান, সাবেক সহ-সভাপতি তারিফুল ইসলাম তারিফ, বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মাসুমা আক্তার হিমু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক সাজিয়া আফরিন, দপ্তর সম্পাদক এহসানুল ইসলাম, প্রচার সম্পাদক নাহিদুল হৃদয়, সাংস্কৃতিক সম্পাদক মিমনুর ইসলাম সহ উপস্থিত ছিলেন হাবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার অনেক সদস্যরা।
প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান বলেন, হাবিপ্রবি প্রথম আলো বন্ধুসভা সবসময় ভালো কাজ গুলো করে থাকে। আপনারা দোয়া করবেন, যেন আবার কোনো ভালো কাজ নিয়ে বন্ধুসভা আপনাদের নিকট আসতে পারে। বন্ধুসভার সভাপতি বলেন,হাবিপ্রবি প্রথম আলো বন্ধুসভা সবসময় ভালো কাজের সাথে থাকে। অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করে। সর্বমোট ৩৫ টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করা। এসময় স্বাস্থ্যবিধি মেনে চলার কিছু নির্দেশনা উপস্থিত শীতবস্ত্র গ্রহনকারীদের মাঝে দেয়া হয়।
নয়া শতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ