রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে ও সিলেকশন পদ্ধতি বাতিলের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে দাড়ায় শিক্ষার্থীরা। পরে দুপুর ১২ টায় তারা মহাসড়ক অবরোধ করে।
এসময় ঢাকার ডিএমআরসি কলেজের শিক্ষার্থী মো. সংগ্রাম বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ হওয়ার পরে কেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ হলো। করেনার মধ্যে অটোপাশ আমাদের শিক্ষাজীবন ধ্বংস করে দিয়েছে। আমাদের সহপাঠীদের মধ্যে যারা মেয়ে ছিলো তাদের জোরপূর্বক বাল্যবিবাহ দেয়া হয়েছে। অনেক শিক্ষার্থী লেখাপড়া বাদ দিয়ে দিনমজুরি করেছে। তাই দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ আমাদের অধিকার। আমাদের দাবি না মানা পর্যন্ত এখানেই অবস্থান করবো।’
রাজশাহীর সরকারি নিউ ডিগ্রি কলেজের ভর্তিচ্ছু শিক্ষার্থী সোহানুর রহমান রহমান বলেন, করোনায় বাবা-মা মারা যাচ্ছে। সে সময় সে কীভাবে পড়ায় মনোযোগ দেবে। তাই আমরা এখানে দুটি দাবি নিয়ে এসেছি। একটি, আমাদের দ্বিতীয় বার ভর্তি পরীক্ষায় বসতে দিতে হবে। আরেকটি, সিলেকশন পদ্ধতি বাতিল করতে হবে।
এই ভর্তিচ্ছু শিক্ষার্থী আরও বলেন, এই সিলেকশন পদ্ধতি দিয়ে আমাদের সাথে অন্যায় করা হয়েছে। যেখানে ঢাবি, জাবিতে সিলেকশন পদ্ধতি নেই সেখানে রাবিতে কেনো। সিলেকশন আমাদের জন্য অভিশাপ। এই অভিশাপের কারণে ভালো রেজাল্ট নিয়েও পরীক্ষা দিতে পারিনি। এই অন্যায় আমরা মেনে নেব না। আমার বাবা-মার এতো টাকা নাই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়বো।
অবরোধে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো- ‘বঙ্গবন্ধুর বাংলায় সেকেন্ড কেন নয়’, ‘সেখ হাসিনার বাংলায় সেকেন্ড টাইম কেন নয়’, ‘প্রশাসনের জবাব চাই, সেকেন্ড টাইম কেন নয়।’
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ