ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণায় উদ্বুদ্ধকরণ কর্মশালা 

প্রকাশনার সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণার সায়েন্টিফিক রিপোর্ট রাইটিং’ শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্চ অর্গানাইজেশনের (ইডিআরও) এর উদ্যোগে উক্ত কর্মশালায় গবেষণার বৈজ্ঞানিক প্রতিবেদন লেখাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালাটিতে প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন ইডিআরও'র নির্বাহী পরিচালক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তানজীল হোসেন।

এছাড়াও গবেষণার তথ্য সংগ্রহ, প্রস্তাবনা লিখন, অভিসন্দর্ভ লিখন, সংবাদ বিজ্ঞপ্তি লিখন সম্পর্কে আলোচনা করা হয়। তথ্য সংগ্রহ নিয়ে আলোচনা করেন ইডিআরও এর প্রধান তথ্য সংগ্রাহক আমিনুল ইসলাম নিরব ও মোরসালিন রহমান শিকর, সংবাদ বিজ্ঞপ্তি লিখন নিয়ে আলোচনা করেন নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ