ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শাবি উপাচার্যের পদত্যাগ দাবিতে জাবি শিক্ষার্থীদের মশাল মিছিল

প্রকাশনার সময়: ২৩ জানুয়ারি ২০২২, ০০:৪৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে আপত্তিকর মন্তব্যর প্রতিবাদে এবং জনসম্মুখে ক্ষমাপ্রার্থনা ও পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রীরা।

শনিবার (২২ জানুয়ারি) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এক সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সমাবেশে অর্থনীতি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী সাইমুম মৌসুমি বৃষ্টি বলেন, 'মেয়েদের সামলাতে না পারলে সমাজ নষ্ট হয়ে যাবে এমন ভ্রান্ত ধারণার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এটা সমাজের প্রতিটা মানুষ যারা এমন ধারণা পোষণ করেন তাদের সবার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এটা শুধুমাত্র শাবিপ্রবির ভিসির বিরুদ্ধে নয়।'

সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন ৪৬তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া ফেরদৌস বলেন, 'শাবিপ্রবির ভিসির এই ধরণের বক্তব্য মেনে নেওয়া যায় না। আমরা তার পদত্যাগ চাই৷ এখানে পুরুষতান্ত্রিকতার জায়গা নাই। এটা প্রগতিশীলদের জায়গা। মেয়েদের প্রতি যারা এই ধরণের পুরুষত্ব দেখায় তাদের প্রতি ঘৃণা।'

প্রসঙ্গত, সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে কটুক্তি করেন। যেখানে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সহজে কেউ বিয়ে করতে চায় না’ বলে মন্তব্য করেন তিনি। শাবি উপাচার্যের এ বক্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়েন জাবি শিক্ষার্থীরা।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ