ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘নবান্ন উৎসব’  

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২১, ২০:৩৫

বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির নানা অনুষঙ্গের সাথে মিশে আছে নবান্ন উৎসব। আর তাই দিবসটি উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’ আয়োজন করেছে ‘নবান্ন উৎসব-১৪২৮’৷

রোববার (২৬ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উৎসবটি পালিত হয়। অনুষ্ঠানে সহযোগী সংগঠন হিসেবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি সংগঠন ‘অনুপ্রাস’ কবিতা আবৃত্তি করে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ডদল ‘প্লাটফর্ম’ গান পরিবেশনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শক ও নির্দেশনা পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পিঠা উৎসব হয়৷ সেখানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উৎসব উপভোগ করেন৷

উল্লেখ্য, নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। নতুন ধান কাটা আর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ