ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেরোবিতে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক পদ প্রত্যাশী ৯৩ জন 

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২১, ০১:০৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগ শাখার নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৯৩ জন প্রার্থী ব্যক্তিগত বায়োডাটা জমা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলী ইমতিয়াজ সোহান।

শনিবার দুপুর ২টা থেকে ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ছাত্রলীগের পদ প্রত্যাশীদের বায়োডাটা গ্রহণ করেন ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলী ইমতিয়াজ সোহান ও সহ সম্পাদক ওয়াসিম আকরাম।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদ প্রত্যাশীরা কর্মীদের নিয়ে স্লোগানে স্লোগানে এসে বায়োডাটা প্রদান কার্যক্রমে অংশ নেয় এবং বায়োডাটা প্রদান করে।

বায়োডাটা সংগ্রহের বিষয়ে আলী ইমতিয়াজ সোহান বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা সকলের বায়োডাটা সংগ্রহ করেছি। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ সিভি জমা দিয়েছেন। আমরা একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে বেরোবিতে এসেছি। আশা করি দ্রুত সময়ের মাঝে কেন্দ্রীয় নেতাদের সাথে সমন্বয় করে বেরোবিতে ছাত্রলীগের কমিটি দেয়া সম্ভব হবে।

কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ওয়াসিম আকরাম বলেন, বেরোবি ছাত্রলীগের অতীতে এতদিন ক্যাম্পাসে কি হয়েছে না হয়েছে সেদিকে লক্ষ্য না রেখে আমরা সামনের দিনে একটি সুন্দর কমিটি উপহার দিতে চাই যাতে করে বঙ্গবন্ধুর আর্দশকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তারা কাজ করে।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর বেরোবি ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতি-সাধারণ সম্পাদক পদে সিভি চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ