ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ববি শিক্ষক সমিতির নতুন কমিটি

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২১, ২১:০৭

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ ২০২২ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক পদে ইতিহাস ও সভ্যতা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী। সভাপতি পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে ড. মো. আব্দুল কাইউম সভাপতি নির্বাচিত হন।

বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম চলে। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় ফলাফল ঘোষণা করা হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি পদে গণিত বিভাগের ড. বিজন কৃষ্ণ সাহা, যুগ্ন সাধারন সম্পাদক পদে একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের সহকারী অধ্যাপক সুজন চন্দ্র পাল, কোষাধ্যক্ষ পদে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত মাহমুদ।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আরিফ হোসেন, ড. তারেক মাহমুদ আবির,আবু জাফর মিয়া, ড. রেহেনা পারভীন, রিফাত ফেরদাউস, সঞ্জয় কুমার সরকার, মো. সানবিন ইসলাম, অসীম কুমার নন্দী, মো. সাদেকুর রহমান, সুমনা রানী সাহা।

এবছর ‘শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে রেখে খোরশেদ-জ্যোতির্ময় প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস।

অপরদিকে ‘সাম্য, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আমরা আপোষহীন’ এই শ্লোগান সামনে রেখে কাইয়ুম-বাতেন প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক পদে ইতিহাস ও সভ্যতা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন চৌধুরী।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ