ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইবিতে কর্মচারীদের বাইক শোডাউনে ক্লাস-পরীক্ষায় ব্যাঘাত

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২১, ১৯:১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহায়ক কর্মচারী সমিতির নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে শেষ মূহুর্তের প্রচারণা চালাচ্ছে কর্মচারীরা। এ উপলক্ষে মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে ক্যাম্পাসে তাদের বাইকে শোডাউন দিতে দেখা গেছে। বাইকের হর্নের উচ্চ শব্দে বিভিন্ন বিভাগের চলমান ক্লাস-পরীক্ষায়ও ব্যাঘাত ঘটেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা গেছে, আগামীকাল বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয় সহায়ক কর্মচারী সমিতির ২০২১-২২ কার্যনির্বহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে শেষ মূহুর্তের প্রস্তুতি চালাচ্ছে কর্মচারীরা। কর্মচারীদের দুইটি প্যানেলে নির্বাচনে অংশ নেবেন কর্মচারীরা। প্রচারণার অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে লিংকন-ফরিদ প্যানেলের প্রার্থীদের অন্তত ১৫টি বাইকে উচ্চস্বরে হর্ণ বাজিয়ে শোডাউন দিতে দেখা গেছে। এসময় বিভিন্ন বিভাগের চলমান ক্লাস-পরীক্ষা বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া দুপুর দুইটার বাসের অপেক্ষায় থাকা শিক্ষক-শিক্ষার্থীরাও হর্নের উচ্চশব্দে বিরক্তবোধ করে ক্ষোভ প্রকাশ করেছেন।

আইন বিভাগের শিক্ষার্থী শাহেদুল ইসলাম বলেন, ‘আমাদের ক্লাস চলছিল। এমন সময় বাইকের হর্নের শব্দে ক্লাসে মনযোগ বারবার বিঘ্নিত হচ্ছিল। ক্লাসে স্যারের কথা শুনতে পারছিলাম না। স্যার নিজেও বিরক্ত হয়েছিলেন।’

শাহিদা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা বাসের জন্য ডায়না চত্ত্বরে অপেক্ষায় ছিলাম। হঠাৎ বাইক শোডাউনের উচ্চ শব্দে ভয় পেয়ে গিয়েছিলাম। শব্দ এত জোরে ছিল যে, কানে আঙ্গুল দিয়েও নিস্তার নেই।’

সহায়ক কর্মচারী সমিতির সভাপতি প্রার্থী আব্রাহাম লিংকন বলেন, ‘বিষয়টি খেয়াল করতে পারিনি। আমরা ভেবেছিলাম ক্লাস-পরীক্ষা শেষ হয়েছে। আমাদের বিষয়টি ভাবা দরকার ছিল। পরবর্তীতে বিষয়গুলো খেয়াল রাখবো।’

প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি বিষয়টি জানতাম না। তাৎক্ষণিক জানতে পারলে থামাতাম। তবুও বিষয়টি খোঁজ নিব এবং কেন করেছে জানতে চাইব।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ