জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত মোট ২৬ কিলোমিটার পথ ম্যারাথন দৌড়ে পাড়ি দিয়েছেন জাককানইবি’র শিক্ষার্থী শাহিন কবির।
পাখিডাকা ভোরে যখন পুরো শহর ঘুমিয়ে থাকে তখন তিনি বেরিয়ে পড়েন দৌড়াতে। বাংলাদেশের আয়রনম্যান সামছুল জামান আরাফাতকে থেকে অনুপ্রাণিত হয়ে গত ৩ ডিসেম্বর মোট আড়াই ঘণ্টায় সম্পূর্ণ পথটি পাড়ি দেন।২৬ কিলোমিটারকে তিনি ৩ ভাগে ভাগ করে নিয়েছিলেন।
শাহীন কবির বলেন,‘জীবনে প্রথমবারের মতো এত দীর্ঘ পথ অতিক্রম। শুরুতে ভয়েই ছিলাম, পারবো কিনা? একদিকে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে অন্যদিকে একা একা যদি কিছু হয়ে যায়। তবুও সাহস নিয়ে এগিয়ে গিয়েছি। আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই সম্পন্ন করতে পেরেছ। সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও বড় কিছু অর্জন করতে পারি।আমার ইচ্ছা আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া দৌড়ানোর।’
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ