ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রাথমিক বিদ্যালয়ে শীতের ছুটি কমল

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২১, ০১:৪৪
সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্বঘোষিত বার্ষিক শীতকালীন ছুটি পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম চলবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, বড়দিন ও শীতকালীন ছুটি হওয়ার কথা ছিল ১৯ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় শ্রেণি কার্যক্রম চালু করা হয়েছে। এখন পুনঃর্বিন্যস্ত নিরাময়মূলক শিখন পরিকল্পনা (এআরএলপি) ও মিশ্র সময়সূচি (অনলাইন, সরাসরি, রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে পাঠদান) প্রণয়ন করা হয়েছে। সে জন্য ২৩ ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম চলমান থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বড়দিন ও শীতকালীন ছুটি হবে ২৪ থেকে ২৯ ডিসেম্বর।

এদিকে, বার্ষিক শীতকালীন ছুটির জন্য অনেক বিদ্যালয়ে মূল্যায়ন শেষ করে শিক্ষার্থীদের ছুটি দিয়ে দিয়েছেন প্রধান শিক্ষকরা। তারা বলছেন, একেবারে ছুটি শুরুর আগের দিন এই পরিবর্তন না করে আরও আগে ঘোষণা করা উচিত ছিল।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ