ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাংবাদিকতাকে ভালোবেসে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২১, ২১:৩৮

সাংবাদিকতা পেশায় কোনো বন্ধু নেই। সারা বিশ্বেই এই পেশা দিনদিন আরো বেশি চ্যালেঞ্জিং হচ্ছে। তাই এই পেশাকে ভালোবেসে সকল চাপ ও চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস) আয়োজিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত সাংবাদিকদের জন্য আট দিনব্যাপী 'ট্রেনিং অন মডার্ন ফার্মিং এন্ড গ্লোবাল এগ্রিকালচারাল রিপোর্টিং' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্যে এসব বলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, এমন একটি সময় যখন চতুর্থ শিল্প বিল্পবের কথা ভাবা হচ্ছে, ঠিক সেসময় এই প্রশিক্ষণ আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও ফলপ্রসূ হবে বলে আমি মনে করি।

আইআইএফএস এর পরিচালক অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারির সভাপতিত্বে ও সহযোগী পরিচালক ড. রাখী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, গবেষক সবাই একযোগে কাজ করে যাচ্ছে।

সাংবাদিকেরা তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান তাদের লেখনির মাধ্যমে ও বাস্তব ক্ষেত্রে সুন্দরভাবে প্রয়োগ করবেবলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাকৃবি সাংবাদিক সমিতির বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। এরপর প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণার্থীদের মাঝে স্মারক ও সনদপত্র তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

উল্লেখ্য, সাংবাদিকতায় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাকৃবিতে কর্মরত বিভিন্ন জাতীয় ও দৈনিক পত্রিকার সাংবাদিকদের অংশগ্রহণে গত ২ ডিসেম্বর প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়। আট দিনব্যাপী কর্মশালা গত ৯ ডিসেম্বর শেষ হয়।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ