ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেচ্ছাসেবী সংগঠন তারণ্যের ২০২১- ২২ অর্থবছরের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের সাকির হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের আব্দুল করিম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত ক্যাফেটারিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে তারুণ্যের সাবেক সভাপতি রাশেদুজ্জামান, সহকারী নির্বাচন কমিশনার নাজমীন নাহার লাবণী এবং রাকিবুল ইসলাম এর পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী ভোট গ্রহণ চলে। এতে ১৫১ জন ভোটার এর মধ্যে ৭৭ জন প্রত্যক্ষ ভোট প্রদান করেন। এছাড়া ৫১ শতাংশ ভোট কাস্টিং হয়। নির্বাচন শেষে তারুণ্যের প্রধান উপদেষ্টা ড. শাহজাহান মন্ডল নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
এর আগে সুবাসিত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় তারুণ্যের সদ্য সাবেক সভাপতি শেখ রাইয়ান উদ্দীনের সভাপতিত্বে প্রধান উপদেষ্টা আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, তারুণ্যের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খান, ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তারিক বিন নজরুল, ইবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির শুভসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যৌথ সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সদস্য শ্রাবণী সুলতানা সেতু ও ফায়সাল মাহমুদ নয়ন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠার পর থেকে তারুণ্য বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ‘তারুণ্য’। রক্তদান কর্মসূচি, বৃদ্ধাশ্রমে সহায়তা, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, সচেতনামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের আর্থিক সহায়তা, ফ্রি ব্লাড টেস্ট, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, তারুণ্য লাইব্রেরি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিডারশিপ, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ, অসহায় শিক্ষার্থীদের সহায়তা এর মধ্যে উল্লেখযোগ্য।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ