ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

হল প্রভোস্টের পদত্যাগ: নিরাপত্তা চেয়ে আবেদন 

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২১, ০০:২৩

ছাত্রলীগের হুমকিতে নিরাপত্তাহীনতার অভিযোগ এনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দোলন-চাঁপা হলের পদত্যাগকারী প্রভোস্ট সিরাজাম মনিরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বারবার নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) তিনি এই আবেদন করেন বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়।

আবেদনে সিরাজাম মনিরা লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের দ্বারা লাঞ্চিত হয়ে ও তার দেয়া জীবননাশের প্রকাশ্য হুমকির মুখে গত ১৫ ডিসেম্বর এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল দােলন-চাঁপা এর প্রভােস্ট পদ থেকে আমি নিম্ন স্বাক্ষকারী ও চারজন হাউস টিউটর একসাথে পদত্যাগ করতে বাধ্য হয়েছি। এরপর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে জাককানইবি পরিবার থেকে আমার সহকর্মীগণের প্রােটেকশনে আমি যখন পুষ্পস্তবক অর্পণ করতে যাই তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবের পাশে দাঁড়িয়ে থাকা তার দুজন সঙ্গী অশ্লীল অঙ্গভঙ্গি করে আমার দিকে তাকিয়ে অট্টহাসি হাসে। আমার পক্ষে এই নােংরা ইঙ্গিতপূর্ণ অপমান সহ্য করা সম্ভব হচ্ছিলোনা। আমার সহকর্মীগণ এই জিঘাংসা দেখে আমাকে তাড়াতাড়ি বাসায় রেখে যান। তারপর থেকে আমি লক্ষ্য করেছি, কতিপয় শিক্ষার্থী বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমার বাসার দিকে তীব্র নজর রাখছে। রাকিব ও তার সঙ্গী-সাথীদের প্রকাশ্য হুমকির মুখে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন আমি কার্যত বাসায় বন্দী। এমতাবস্থায়, উপরােক্ত বিষয় বিবেচনা করে আমার নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ করছি।’

এ বিষয়ে সিরাজাম মনিরার সাথে কথা বললে তিনি জানান, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে আমি খুবই অসুস্থতা অনুভব করছি। আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে।’

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে একটি মহল এসব কাজ করছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে আবেদন করছে ‘

উল্লেখ্য, এর আগে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে ছাত্রী হলের ফিস্টের খাবার নিয়ে অনৈতিক সুবিধা নিতে গিয়ে খবরদারি করার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের বিরুদ্ধে। পরে পরস্পরের বাগবিতণ্ডায় হল প্রভোস্ট মুনিরাসহ ৫ জন হাউজ টিউটর একসাথে পদত্যাগ করেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ