পঞ্চাশ পেরিয়ে একান্নতে বাংলাদেশ। সারাদেশের মতো সরকারি তিতুমীর কলেজও উদযাপন করছে বিজয়ের সুবর্ণজয়ন্তী। কিন্তু এসব অনুষ্ঠানে নেই কোন সাধারণ শিক্ষার্থী। অনুষ্ঠানের আগের দিন নোটিশ দিয়ে কলেজ বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ।
ফলে সাধারণ শিক্ষার্থী ছাড়াই অনুষ্ঠান নিয়ে চলছে তুমুল বিতর্ক। এছাড়াও প্রধান অতিথি পছন্দ নিয়ে চলছে সমালোচনার ঝড়।
সাধারণ শিক্ষার্থীরা বলছেন, বন্ধ ঘোষণা করে বিজয় অনুষ্ঠান করেছে কলেজ কর্তৃপক্ষ। সাধারণ শিক্ষার্থীদের বাদ দিয়ে অনুষ্ঠান করছেন তারা। এঘটনা এ বছরই নতুন নয়, আগেও এমন করেছেন কলেজ কর্তৃপক্ষ। যাদের নিয়ে এই অনুষ্ঠান করার কথা তারাই কেউ নেই।
অনুষ্ঠানস্থল ঘুরে এর সত্যতা পাওয়া গেছে। কলেজটির বরকত মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান চলছে। সেখানে তেমন কোন সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি নেই। যাদের দেখা গেছে তারা কলেজের বিভিন্ন রাজনৈতিক, শিক্ষামূলক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য।
এছাড়া বিজয় দিবসের আলোচনায় প্রধান অতিথি নিয়ে দেখা গেছে বিতর্ক। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর চলছে। কলেজের এমন অনুষ্ঠানে তার মতো একজন বিতর্কিত লোক কিভাবে প্রধান অতিথি হয়? কলেজ প্রশাসনের এমন অবিবেচক আচরণ দেখে আমরা হতবাক। অনেক ভালো মানুষকে দাওয়াত দেয়া যেত। উল্লেখ্য, করোনায় দেড় বছর বন্ধ থাকার পর খুলছে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান। পুরো ক্লাস-পরীক্ষা শুরু হওয়ার আগেই শীতকালীন বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। বিষয়টি নিয়েও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান সাধারণ শিক্ষার্থীরা। তারা শিক্ষা জীবন নষ্টের অভিযোগ তোলেন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ