ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাবির বিজ্ঞপ্তিতে ‘১৬ ডিসেম্বর স্বাধীনতা দিবস’!

প্রকাশনার সময়: ১৬ ডিসেম্বর ২০২১, ১৬:০৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১৬ই ডিসেম্বরকে ‘মহান স্বাধীনতা দিবস’ উল্লেখ করে নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে হলের এই বিজ্ঞপ্তিটি সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা দেখা দেয়। পরে এই বিজ্ঞপ্তিটি সংশোধন করে নতুন করে প্রকাশ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সকল আবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৬.১২.২০২১ তারিখ বৃহস্পতিবার সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং ৭.০৫ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সেই লক্ষ্যে সকাল ৬.৪৫ মিনিটে সকল আবাসিক ছাত্রকে হল গেটে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

আন্তরিকতার অভাব আছে বলেই এ ধরণের ভুল হয়েছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটু আন্তরিক হলে এই ধরণের ভুলগুলো আর থাকে না। ঐ নোটিশে আরও একটি বাক্য ভুল আছে। সেখানে লেখা আছে ‘হলের সকল আবাসিক ছাত্রদের’। এখানে সকল ছত্রদের না ‘সকল ছাত্রকে’ বলতে হবে। তবে আমি মনে করি হল প্রাধ্যক্ষকে নোটিশটি প্রিন্ট দেওয়ার আগে আরেকবার দেখে নেওয়া উচিত ছিল। স্বাধীনতা দিবস ও বিজয় দিবস এক নয়।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, ‘রওশন জাহিদ বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্বে ছিলেন। তার কাছে এ রকম ভুল আশা করা যায় না। আমি তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ রওশন জাহিদ বলেন, ‘অনেক ব্যস্ততার মধ্যে থাকার কারণে বিষয়টি ঠিকভাবে খেয়াল করা সম্ভব হয়নি। আমরা নোটিশটি সরিয়ে নিয়েছি এবং সংশোধিত নোটিশ প্রকাশ করেছি।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ