ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

১১ বছর পর রিডিং রুম পেল কুবির দত্ত হল! 

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২১, ১৯:২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রতিষ্ঠাকালীন হল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থীদের রিডিং রুম উদ্বোধন করা হয়েছে। এরমধ্য দিয়ে ১১ বছর পর রিডিং রুম পেল হলটি।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ফিতা কাটার মধ্য দিয়ে ‘অন্বেষা’ নামের এই রিডিং রুমের উদ্বোধন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, যারা এসময়টার মধ্যে পড়ালেখা করে ভাল একটা রেজাল্ট করতে পারবে তারা সারাজীবন উপভোগ করতে পারবে। মূলত এই পড়ালেখাটাই সারাজীবন তোমাদের কাজ দিবে। এখানে এসে যাতে অযথা আড্ডা না দেয় সে বিষয়ে খেয়াল রাখতে বলেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শামীমুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন, সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ হলের আবাসিক শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট ৪ টি আবাসিক হল রয়েছে। কিন্তু বাকি ৩ টি হলে রিডিং থাকলেও প্রতিষ্ঠাকালীন হলটিতেই রিডিং রুম ছিল না। যা নিয়ে কিছুদিন আগে দৈনিক নয়াশতাব্দীসহ কয়েকটি প্রথম সারির গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ