ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সরকারি স্কুলে ভর্তির লটারি, প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ১৪ 

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২১, ০৫:২৮
সংগৃহীত ছবি

সরকারি স্কুলগুলোতে ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে আজ।

বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে বিকেল ৩টায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রাতেই ফল স্কুল ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া ছাত্র-ছাত্রীরা তাদের পছন্দের যে স্কুলে ভর্তির জন্য মনোনীত হবে সেটি মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেয়া হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর থেকে জানা গেছে, আগামী বছরে সরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছে ৫ লাখ ৩৮ হাজার ৬৬ শিক্ষার্থী।

সারা দেশে ৪০৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আসন আছে ৮০ হাজার ১১টি। এর মধ্যে অনেকেই একাধিক স্কুলে ভর্তির জন্য আবেদন করেছে। সেই হিসাবে পছন্দক্রম আবেদন জমা পড়েছে ১০ লাখ ২৬ হাজার ৭৪৬টি। আসন সংখ্যার হিসাবে প্রতি আসনে ভর্তির জন্য প্রায় ১৪ জন আবেদন করেছে।

সরকারি স্কুলে ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লক্ষ্যে গত ২৫ নভেম্বর অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম চলে রোববার রাত ১২টা পর্যন্ত।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ