ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মধ্যরাতে হলের কক্ষ দখল নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২১, ০২:৪৯
ফাইল ছবি

হলের কক্ষ দখল নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে

মঙ্গলবার দিবাগত রাত ১১টার পর ক্যাম্পাসে শহীদ আবদুর রব হলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের ঘটনায় ৩ জন ছাত্রলীগ কর্মীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরবর্তীতে ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ।

জানা গেছে, শহীদ আবদুর রব হলে একটি কক্ষে একাকারের ১৭-১৮ শিক্ষাবর্ষের খালিদ, ১৮-১৯ শিক্ষাবর্ষের বিজন এবং বাংলার মুখ ১৮-১৯ শিক্ষাবর্ষের ১ জন কর্মী থাকতেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় হলের সিটকে কেন্দ্র করে। যার জের ধরে রাত ১১ টার দিকে দুই পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়ানোর চেষ্টা করে। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

একাকারের অন্য হলের কর্মীরা রব হলে ঢুকতে চাইলে তাদের ধাওয়া দেয় বাংলার মুখের কর্মীরা। এ সময় একাকার ও বাংলার মুখ গ্রুপের ১ জন এবং ১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীও আহত হয়। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করে।

একাকারের নেতা মইনুল ইসলাম রাসেল বলেন, জুনিয়রদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। আমরা বসে সেটা সমাধান করেছি।

অন্যদিকে বাংলার মুখের নেতা আবু বকর তোহা বলেন, আমি ঘটনাস্থলে আছি। কথা কাটাকাটি হয়েছে। আমরা সমাধান করবো।

এ বিষয়ে হল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারোর বক্তব্যই ফোন রিসিভ না করার জন্য পাওয়া যায়নি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ