সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আবুল হোসেন। ৪ বছর মেয়াদে দায়িত্বপ্রাপ্ত নতুন উপ-উপাচার্য জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপ্রতির আদেশক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার, ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালায়ের যুগ্ম সচিব শামীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়।
এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৮৭ এর ৩৪(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আবুল হোসেনকে ৪ বছর মেয়াদে গণ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো। মহামান্য রাষ্ট্রপ্রতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বেতন ভাতা প্রাপ্য হবেন। এছাড়া এ পদে সংশ্লিষ্ট অনান্য সুবিধাও গ্রহণ করবেন।
এতে আরো বলা হয়, তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক, ড. মো. আবুল হোসেন পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ও উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেছিলেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ে বৈধ উপচার্য নিয়োগের দাবিতে ২০১৯ সালে ১৬ এপ্রিল থেকে দীর্ঘ ৬৮ ধরে আন্দোলন করে শিক্ষার্থীরা।
পরে ট্রাস্টি বোর্ডের আশ্বাসে পুনরায় ক্লাসে ফিরে তারা। ২০১৭ সালের ১৫ মার্চ গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে ডা. লায়লা পারভীন বানুকে নিয়োগ দিলেও ইউজিসির তালিকায় লাল দাগে চিহ্নিত থাকায় দেখা যায় উপাচার্য সমস্যার। সমাবর্তন, চাকরিতে প্রবেশে অসুবিধা সহ নানা জটিলায় আন্দোলন এবং আশ্বাস শেষে ইউজিসির কাছে ৪ সদস্যের উপ-উপাচার্যেরের প্যানেল পাঠালে রাষ্ট্রপ্রতি কর্তৃক এ নিয়োগ পায় বিশ্ববিদ্যালয়টি।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ