ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাবির প্রথম ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক সনৎ কুমার সাহা

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২১, ১৮:৪৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক সনৎ কুমার সাহা। বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্য নিয়ে গবেষণায় বিশেষ অবদান রাখায় আগামী দুই বছরের জন্য তাকে এ পদে মনোনীত করা হয়েছে।

গত শনিবার রাতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫০৯তম সিন্ডিকেট সভায় তাকে এই পদে মনোনীত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বলেন, ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মনোনীত করার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেখানে কমিটির সদস্যরা বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক নীতিমালা অনুসারে অধ্যাপক সনৎ কুমার সাহার নাম প্রস্তাব করেন।’

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক চালু হলো। প্রথম ব্যক্তি হিসাবে মনোনীত হলেন অধ্যাপক সনৎ কুমার সাহা।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ