প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেন হোসেন আলালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন দেশকে সর্বোচ্চ উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল নেতাকর্মীদের নামে মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা করেছে। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি। রাজপথে থেকে এই সকল অপশক্তির বিরুদ্ধে সব সময় দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা বিএনপি নেতা মোয়াজ্জেনের শাস্তির দাবি জানাচ্ছি। তার শাস্তি দ্রুত কার্যকর না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ সারাদেশের নেতাকর্মীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।’
তিনি আরও বলেন, ‘গতকাল বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যা মামলা রায়ের মাধ্যমে বাংলাদেশে ন্যায় বিচারের প্রমাণ হয়েছে। আমরা চাই বিভিন্ন সময়ে আমাদের যেসব নেতাকর্মীদের হত্যা করা হয়েছে তার রায় দ্রুত কার্যকর হোক।’
এসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ